ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কোটা আন্দোলনে সহিংসতার বিরুদ্ধে জার্মান আ. লীগের প্রতিবাদ সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ৩০ জুলাই ২০২৪ | আপডেট: ১৫:১৫, ৩০ জুলাই ২০২৪

বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও পোড়াও ধ্বংস ও সহিংসতার বিরুদ্ধে জার্মানিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সেখানকার আওয়ামী লীগ সমর্করা। 

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে গেলো সোমবার বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি জামায়াতের দেশব্যাপী অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ ধ্বংসের ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালীরা অংশ নেন এই সমাবেশে।

সমাবেশের শুরুতেই কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষ যারা মারা গেছেন তাদের সবার আত্মার শান্তি কামনা ও শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সমাবেশে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান বলেন, ’শিক্ষার্থীদের কাছ থেকে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির এই আন্দোলন ছিনতাই করে। যেভাবে সরকারি স্থাপনায় আক্রমণ করা হয়েছে, জ্বালিয়ে দেয়া হয়েছে এটা কোন আন্দোলন না, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ।’

সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন, ’সরকারি স্থপনা এবং উন্নয়নের স্মারক অবকাঠামো গুলোতে আগুন লাগানো হয়েছে। এসব কোন ঘটনার পেছনেই শিক্ষার্থীরা ছিলো না। সন্ত্রাসী ভাড়া করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।’

বক্তারা বলেন, ’আসুন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সবার প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে রক্ষায় এই সকল সন্ত্রাসী ও হত্যাকারীদের রুখে দাঁড়াই। আগামী নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, শান্তিপূর্ণ, কল্যাণকর রাষ্ট্র গড়ি।’

সমাবেশ শেষে অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ নষ্টকারীদের শাস্তির দাবিতে মহামান্য রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি